Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১০:৫৮ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৬:৩২

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের গ্রেফতার তিন সদস্য

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।

গ্রেফতাররা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান শুক্রবার (৭ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কতিপয় সক্রিয় সদস্যগণ ৭ই মার্চ বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। উক্ত তৎপরতা প্রতিরোধের উদ্দেশ্যে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এই আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা রুজু করা হয়েছে।

সিটিটিসি-সূত্র আরও জানায়, গ্রেফতাররা প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

গ্রেফতারদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

৩ সদস্য গ্রেফতার উত্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর