Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৩:১৬

মুন্সিগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা কাজির পাগলা এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন কাজির পাগলা গ্রামের ইউসুফ জামান, মাহাবুব আলম, মাহাফুস আলম ও আব্দুল রফিকের বসত ঘরে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় ২ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, খবর পেয়ে আমার ঘটনা স্থলে যাই। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চারটি বসতঘর পুড়ে যায়। এতে ধারণা করা হ‌চ্ছে প্রায় ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সারাবাংলা/এমপি

আগুন বসতঘর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর