Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুত তাহরীরকে নিয়ে যা বলল পুলিশ সদর দফতর

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৩:২০ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৫:১৩
ঢাকা: হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে শুক্রবার (৭ মার্চ) এক বার্তায় জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এনজে

পুলিশ সদর দফতর হিজবুত তাহরীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর