Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনের সামনেই জলমহালে আগুন দিল ক্ষুব্ধ গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৩:৪২

সুনামগঞ্জের সতোয়া জলমহালের খলায় আগুন দেয় ১৫ থেকে ২০ গ্রামের মানুষজন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সতোয়া জলমহালের খলায় প্রশাসনের সামনেই আগুন দিয়েছে ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।

শুক্রবার (৭ মার্চ) সকালে দিরাই ও শাল্লা দুই উপজেলায় অবস্থিত সতোয়া জলমহালে দ্বিতীয় দফায় মাছ লুট করতে না পারায় দুটি খলায় আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। তবে প্রথম দফায় এই বিল থেকে প্রায় কোটি টাকার মাছ লুট করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় সতোয়া জলমহালের মাছ লুট হবে এমন সংবাদের ভিত্তিতে সেই জলমহালে অবস্থান নেয় দিরাই থানা পুলিশ, শাল্লা থানা পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। পরে সেখানে বাঁশ, জাল,পলোসহ উপস্থিত হয় শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুরসহ প্রায় ১৫ থেকে ২০ গ্রামের মানুষ। পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন মাইকিং করে তারা কেউ যাতে জলমহাল লুট না করে সেই জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু এতে বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে জড়ো হওয়া মানুষ জলমহালের মাছ লুট করতে না পেরে জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে দেয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সতোয়া জলমহালটি লুট করার জন্য ৬ থেকে ৭ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কিন্তু আজকে সকাল থেকে সতোয়া জলমহালে পুলিশ,সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে ছিল। সেজন্য এই জলমহালটি জড়ো হওয়া মানুষ লুট করতে পারেনি। সেই ক্ষোভে জলমহালের দুটি খলায় তারা যাওয়ার সময় আগুন ধরিয়ে যায়। তবে এখন সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রামবাসীর আগুন জলমহালের খলায় আগুন সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর