Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলো লেবু, শসা ও বেগুনের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৫:০৮ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৭:৫২

ছবি: সারাবাংলা

ঢাকা: রোজায় ব্যবহৃত প্রধান উপকরণ লেবু, শসা ও বেগুনের দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য সবজির দাম প্রায় একই রয়েছে। করলা ও ঢেঁড়স ৬০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৬০ থেকে ১২০ টাকা কেজি, শসা ৪০ থেকে ৬০ টাকা কেজি ও লেবুর হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেখা গেছে, ঝিঙা ৬০ টাকা, করলা ১২০ টাকা, খিড়া ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ১২০ টাকা, বিটরুট ৭০ থেকে ৮০ টাকা, সজনে ডাঁটা ২০০ টাকা কেজি ও পেঁপে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

খুচরা পর্যায়ে দেশি ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। আর আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজিতে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

বাজারদর বেগুন লেবু শশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর