৬৪ দল নিয়ে হবে ২০৩০ বিশ্বকাপ!
৭ মার্চ ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৫:৫০
২০২২ কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩২ দলের ফিফা বিশ্বকাপের যুগ। ২০২৬ বিশ্বকাপে ইতিহাসের প্রথমবারের মতো থাকছে ৪৮ দল। এবার শোনা যাচ্ছে, ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে ৬৪ দল!
স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে ২০৩০ বিশ্বকাপ। বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। ইংলিশ পত্রিকা দ্যা টাইমস বলছে, উরুগুয়ের ফুটবল কাউন্সিল সদস্য ইগানাসিও আলোনসো ৫ মার্চ অনুষ্ঠিত ফিফার বৈঠকে প্রস্তাব দেন, ২০৩০ বিশ্বকাপে যেন ৬৪ দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। তার এই প্রস্তাব নিয়েই চলছে নানা আলোচনা।
ফিফার পক্ষ থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, আলোনসোর ওই প্রস্তাব বিবেচনা করবেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। তবে দল বাড়লে বিশ্বকাপে কী প্রভাব পড়তে পারে, সেটা নিয়েই রয়েছে ভিন্নমত। এমনিতেই দুই মহাদেশের ৬ দেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ফিফা। বিশেষ করে এতগুলো দেশে বিশ্বকাপ আয়োজন ফুটবলার ও পরিবেশের জন্য ক্ষতিকর হবে বলেই ধারণা করছেন অনেকে।
এরই মাঝে ৩২ দলের পরিবর্তে ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় আগামী বিশ্বকাপে ম্যাচ হবে ১০৪টি, আগে যা ছিল ৬৪টি। এখন দল যদি বেড়ে ৬৪টি হয়, তাহলে ম্যাচ বেড়ে দাঁড়াবে ১২৮টি। এতে মূল পর্ব ছাড়াও বাছাইপর্বেও দেখা যাবে জটিলতা।
শেষ পর্যন্ত কয় দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন।
সারাবাংলা/এফএম