তুষের বস্তার নিচে মিললো কোটি টাকার ভারতীয় পণ্য
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৬:১৬
৭ মার্চ ২০২৫ ১৬:১৬
সুনামগঞ্জ: সুনামগঞ্জে নদী পথে স্টিলের নৌকা দিয়ে পাচারের সময় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল নৌকার মধ্যে থাকা তুষের বস্তার নিচে রাখা ছিল।
শুক্রবার (৭ মার্চ) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের শাহেববাড়ি এলাকায় টাস্কফোর্সে অভিযান চালায় বিজিবি। পরে স্টিলের নৌকা থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে চোরাচালানের তৎপরতা বেড়েছে। এ কারণে সীমান্তে প্রতিটি বিওপিতে লোকবল ও টহল বাড়ানো হয়েছে। গত ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এমপি