দেশীয় পাদুকা শিল্প রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
৭ মার্চ ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৭:০১
বগুড়া: দেশীয় পাদুকা শিল্প রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলার সাতমাথায় মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা বলেন, ‘আমাদের দেশের প্রায় প্রতিটি পাড়ায় বা মহল্লায় পাদুকা শিল্পের ছোট ছোট অনেক কারখানা গড়ে উঠেছিল এবং এই শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত ছিল। বর্তমানে আমাদের দেশের সেই ছোট ছোট কারখানা প্রায় নিঃশেষ।’
তারা আরও বলেন, ‘বগুড়া শহরে ছোট-বড় মিলে এক সময় ২০০টিরও অধিক কারখানা ছিল। বর্তমানে ৩০-৪০টি কারখানা ধুকে ধুকে চলছে। আর আমাদের দেশীয় এই শিল্পের বাজার দখল করে নিয়েছে বিদেশি নিম্নমানের পাদুকা। বগুড়ায় কারখানায় কাজ করত প্রায় ৮ থেকে ১০ হাজার শ্রমিক। এখন সেই শ্রমিকদের অধিকাংশ বেকার। কিছু শ্রমিক ভ্রাম্যমাণ হিসাবে বিভিন্ন মোড়ে মোড়ে কাজ করে অতিকষ্টে কোনো রকমে দিনাতিপাত করছেন।
সমাবেশে নেতারা আরও বলেন, বাজারে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় এই শ্রমিকদের জীবিকা নির্বাহ করা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এই শিল্পের শ্রমিকদের অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা ও চিকিৎসা সেবার নূন্যতম চাহিদা পূরণ করতে সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি সুরেশ চন্দ্র দাস মনো। সমাবেশে বক্তব্য দেন, পাদুকা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বাসদ বগুড়া জেলা সদস্য সচিক দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় রবিদাস, তিলক রবিদাস, দিলীপ রবিদাস, দুলাল রবিদাস প্রমুখ।
এ সময় তারা পাদুকা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়মিত রেশনিং ব্যবস্থা চালু করা, বিদেশি নিম্নমানের পাদুকা আমদানি নিষিদ্ধ করা, শ্রমিকদের নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদানসহ ৭ দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানান।
সারাবাংলা/এইচআই