নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকে অব্যাহতি
৭ মার্চ ২০২৫ ১৭:১৫ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২০:১১
নোয়াখালী: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর তিন উপজেলায় তিন বিএনপির নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদের সই করা তিনটি আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত নেতাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।
সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপির তিন নেতা গত ৫ই আগস্টের পরে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় নিজেদের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করা হয়। এসব অভিযোগ পর্যালোচনা করে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পায় দলটি।
অভিযোগগুলো প্রমাণ হওয়ায় ওই তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে যারা দলের সাংগঠনিক বহির্ভূত কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অব্যাহতি পাওয়া এ তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা মেলায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে দলের সকল ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
সারাবাংলা/এমপি