সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
৭ মার্চ ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২০:১০
সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সাহেদ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৩ টার দিকে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের চোরাচালানের সঙ্গে জড়িত দুই গ্রুপের আধিপত্যের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
বিজিবি জানায়, রাতে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানকার স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন তিনি। এ সময় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি বিএসএফকে অবগত করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মরদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এইচআই