নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১৯:০৪
৭ মার্চ ২০২৫ ১৯:০৪
নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছায়দল হকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু বিবি মরিয়ম ওই বাড়ির ওমান প্রবাসী মো. সোহেলের মেয়ে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানায়, সকাল ১১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় বিবি মরিয়ম। পরে পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠে মরিয়মের মরদেহ। তা দেখে পরিবারের লোকজন মরিয়মকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সারাবাংলা/এমপি