সেই রিকশাচালককে হাসপাতালে আনলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
৭ মার্চ ২০২৫ ১৯:১২ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২১:৩৭
ঢাকা: বায়তুল মোকাররমে হিজবুত তাহরীরের হামলায় আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে আনেন আসিফ মাহমুদ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি।
আহত রিকশাচালকের নাম আরমান আলী (৩০)। তার বাসা ফকিরাপুলে।
আসিফ মাহমুদ বলেন, ‘একজন নিরপরাধ রিকশাচালককে আর্মি সদস্যরা ধরে ডিবিতে দিয়ে দিয়েছে। পরে ডিবি কার্যালয় থেকে ওই রিকশাচালককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
রিকশাচালক আরমান আলী বলেন, ‘দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিজবুত তাহরীর সদস্যদের ধাওয়া দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌঁড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে। পরে ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।’
সারাবাংলা/এসএসআর/এমপি