নারী দিবসে এনডিএফ’র বিতার্কিক সম্মেলন
৭ মার্চ ২০২৫ ১৯:২৫
ঢাকা: ‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’ শিরোনামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে শনিবার (৮ মার্চ) ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও বিতার্কিক সম্মিলন ২০২৫।
শুক্রবার (৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৃহৎ আয়োজনে ঢাকা মহানগরীর ১০০টির মতো স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা এর বিতার্কিক ও ডিবেটিং ক্লাবের মডারেটরসহ এনডিএফ বিডি এর ২২ বছর পথচলায় যাদের অবদান অগ্রগন্য এনডিএফ বিডি এর সাবেক বিতার্কিকদের বৃহৎ সম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো আয়োজন জুড়ে থাকছে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাটি সকল নারী বিতার্কিকদের জন্য উন্মুক্ত থাকছে। প্রদর্শনী বিতর্কে ‘এই সংসদ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমর্থন করে না’ প্রস্তাবকে সামনে রেখে বিতর্ক করবেন শাহনিম সাইফ রুহান, সাদিয়া আফরিন উর্মি, নাফিসা তাসনিম, উদয় নারায়ণ, উম্মে হাবিবা, আজম খান এবং মডারেটরের দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডি এর সাবেক মহাসচিব মোসাদ্দেক হোসেন। এর বাইরে একই দিনে সংগঠনটির পক্ষে রয়েছে মুক্ত আলোচনা।
সারাবাংলা/ইএইচটি/এইচআই