সিরাজগঞ্জে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার
৭ মার্চ ২০২৫ ২০:৩৬ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ২১:৩৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরের বাথানের একটি ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতার অর্ধগলিত মরেদহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত ইউসুফ আলী স্বপন উপজেলার শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে।
স্বজনরা জানান, স্বপন চরে বাথানে অবস্থান করে গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল দেখাশোনো করতেন। প্রতি বুধবার স্ত্রী সন্তানদের জন্য বাজার করে বাড়ি নিয়ে আসতেন। গত বুধবার সে বাড়ি আসেনি, ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বাথানের মালিক স্বপনের বন্ধু শ্রমিক নেতা সারজিল বলেন, শুক্রবার সকালে স্থানীয় একজনকে বাথানে পাঠানো হলে জানতে পারি ঘরের মধ্যে স্বপনের মরদেহ পড়ে আছে।
কাজিপুর থানার অভিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে ৩/৪দিন আগে স্বপনের মৃত্যু হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনোও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর
কাজিপুর উপজেলা মরদেহ উদ্ধার যুবলীগ নেতার মরদেহ উদ্ধার সারাবাংলা সিরাজগঞ্জ