Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইফ সাপোর্টে ‘ধর্ষণের’ শিকার সেই শিশুটি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২৩:১১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১২:২৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: মাগুরায় বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার ৮ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশুটির স্বজনরা।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ওই শিশুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন শিশুটির মামা ইউসুফ শেখ।

ইউসুফ শেখ বলেন, ‘রাত ৯টার দিকে চিকিৎসকরা ডেকে নিয়ে বলে শিশুটির অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে রাজি থাকলে একটি কাগজে সই করতে বলেন। পরে আমরা রাজি হই।’

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে।

শুক্রবার দুপুড়ে শিশুটির ফুফাতো ভাই সুজন বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের জানিয়েছে এখনো জ্ঞান নেই শিশুটির।’

তিনি আরও বলেন, ‘ গত শনিবার বড় বোনের বাসায় বেড়াতে যায় শিশুটি। বুধবার দিবাগত রাত ২টার দিকে বোনের স্বামী সজিব হোসেন (১৮) ও বোনের শশুর হিটু শেখ (৪২) শিশুটিকে ধর্ষণ করে। ওই রাতে বড় বোন টের পাওয়ায় তাকে আলাদা কক্ষে আটক করে রাখা হয়। সকালে বোনের শাশুড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। প্রতিবেশীরা তাদের ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে সজিব ও তার বাবা হিটু শেখকে আটক করে পুলিশ।’

স্বজনরা জানায়, শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে তাকে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছে শিশুটির অবস্থা ভালো না। এখন পর্যন্ত অচেতন অবস্থায় আছে। তার গলায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তার গলা টিপে ধরা হয়েছিল।

বিজ্ঞাপন

ওয়ার্ডের সামনে গিয়ে দেখা যায় শিশুর মা প্রায় বেহুশ অবস্থা। মা বার বার বলছেন আমার মেয়ের কি হবে। আমার মেয়েকে মেরে ফেলছে ওরা। আমি ওদের ফাঁসি চাই।

সারাবাংলা /এসএসআর/এইচআই

ধর্ষণ মাগুরায় বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর