Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
যে পিচে হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৫ ০৯:২০ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ০৯:২৫

ফাইনালে আবার মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

জমজমাট এক লড়াইয়ের পর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছে গেছে ভারত ও নিউজিল্যান্ড। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে কোন পিচে খেলা হবে, সেটা নিয়ে ছিল নানা গুঞ্জন। অবশেষে জানা গেল, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের সেই পিচেই হবে এবারের ফাইনাল।

টুর্নামেন্টের শুরু থেকেই সব ম্যাচ দুবাইতে খেলছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিও তারা খেলেছে এই ভেন্যুতেই। একই ভেন্যুতে খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, টুর্নামেন্টজুড়েই ছিল এমন অভিযোগ। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ গম্ভীর এটা অস্বীকার করলেও পেসার মোহাম্মদ শামি অকপটে স্বীকার করেছেন, ভারত কিছুটা হলেও সুবিধা পেয়েছে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে ২৩ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মারা। সেই ম্যাচে অনায়াসেই পাকিস্তানকে হারায় ভারত। সেদিন যে পিচে খেলা হয়েছে, সেই পিচেই হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেই পিচ ছিল ধীরগতির। ব্যাটাররা সহজে রান তুলতে পারছিলেন না। ভারতের স্পিনত্রয়ী জাদেজা-কুলদীপ-আক্সার সেই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ফাইনালে একাদশে বরুণ চক্রবর্তী থাকায় এই পিচে আরও বেশি সুবিধা পেতে পারে ভারত। কিউই স্পিনাররাও তাকিয়ে আছেন এই পিচ থেকে সর্বোচ্চটা বের করে নেওয়ার।

দুবাইয়ের এই পিচে শেষ ৪ ম্যাচের গড় স্কোর ২৪৬। সর্বোচ্চ স্কোর ছিল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে হওয়া ২৬৪। দুবাইয়ের ভেন্যুতে সব মিলিয়ে আছেন ১০টি পিচ।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পিচ ফাইনাল ভারত-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর