উদযাপনের সময় ইনজুরিতে, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে নয়্যার
৮ মার্চ ২০২৫ ১১:৫৭
নিজের দীর্ঘ ক্যারিয়ারে বহুবার পড়েছেন ইনজুরিতে। তবে এবার যেভাবে চোট পেলেন বায়ার্ন মিউনিখ কিপার ম্যানুয়েল নয়্যার, সেটা রীতিমতো অদ্ভুতুড়ে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোল উদযাপন করার সময় ইনজুরিতে পড়েছেন নয়্যার। এই চোটেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই জার্মান কিপার।
চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর প্রথম লেগের ম্যাচে লেভারকুসেনের মুখোমুখি হয়েছি বায়ার্ন। ম্যাচের ৫৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন। জামাল মুসিয়ালার সেই গোলে উদযাপন করতে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে টান লাগে নয়্যারের।
মাঠে বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, খেলার বাকি সময়ে আর কিপিং করার অবস্থায় নেই তিনি। বাধ্য হয়েই নয়্যারকে বদলি করে ২১ বছর বয়সী কিপার উরবিগকে মাঠে নামান বায়ার্ন কোচ।
এই মৌসুমে মাত্র দ্বিতীয়বার পুরো ম্যাচ খেলতে ব্যর্থ হলেন নয়্যার। নয়্যার না থাকলেও শেষ পর্যন্ত আর গোল হজম করেনি বায়ার্ন, ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে।
ম্যাচের পর বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়, ডান পায়ের মাংসপেশিতে বেশ ভালো চোট পেয়েছেন নয়্যার। এই ইনজুরি থেকে সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, সেটা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না চিকিৎসকরা।
আগামী ১২ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬র দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন-লেভারকুসেন।
সারাবাংলা/এফএম