Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১১:৫৯ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১২:১০

জব্দ করা মোবাইলসহ গ্রেফতার ৩

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়াডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে জোলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে চোরাই নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার তিনজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হচ্ছেন, কক্সবাজার সদর উপজেলার টাইম বাজার মেহেদী পাড়ার আব্দুর রহমানের ছেলে জাফর (৩০), একই জেলার দক্ষিণ রুমালিয়ার ছাড়া এলাকার ফজলে করিমের ছেলে সাব্বির আহমেদ অভি (৩০) ও ঝিলংজা পিটি স্কুল এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) রাতে নোয়াখালী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বিল্ডিংয়ের নীচ তলা থেকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম রানার নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতাররা সবাই পেশাদার চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জেলায় একাধিক চুরি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এনজে

গ্রেফতার জব্দ নোয়াখালী মোবাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর