Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের দোনেৎস্কে রুশ হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ ২০২৫ ১২:১৫ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৫৮

ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী। ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে চালানো এই হামলায় আটটি আবাসিক ভবন ও একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আঞ্চলিক জরুরি সেবা বিভাগ জানিয়েছে। ডোব্রোপিলিয়া শহরটি রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি’র প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুন নেভানোর সময় জরুরি কর্মীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এর আগে, ওই অঞ্চলের আশপাশের এলাকাগুলোতে তীব্র লড়াই হয়েছে। ইউক্রেনীয় প্রসিকিউটরদের মতে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রুশ হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে।

সারাবাংলা/এনজে

ইউক্রেন নিহত রাশিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর