Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৩:১১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৩৭

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী (৪৮) নামে এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি

বিদ্যুৎপৃষ্টে মৃত্যু মরদেহ সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর