Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মাকে সহযোগিতার আশ্বাস দিলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৪:০৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৫৮

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মা আয়েশা আক্তার।

শনিবার (৮ মার্চ) বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

আয়েশা আক্তার বলেন, ‘তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি আমাদের সকল দায়দায়িত্ব নিয়েছেন। আমাদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন। যখন যা লাগে তার সহযোগিতা করবেন বলেছেন। তারেক রহমান ও দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি।’

শিশুটির মা বলেন, ‘আমার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে। তার অবস্থা ভালো নাই। এতটুকু বাচ্চাকে কীভাবে যে অত্যাচার করেছে হয়তো আপনারা শুনেছেন কিন্তু দেখতে তো পারেননি। তার শরীরেও কতগুলো আঘাত করেছে।’

মেয়েকে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘বড় মেয়ের শ্বশুর,ভাসুর ও মেয়ের জামাই তারা তিনজন মিলেই আমার মেয়ের উপর নির্যাতন করেছে। মেয়ের জামাই আগেও বিয়ে করেছিল আমরা বিষয়টি জানতাম না। মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও আরও দুটি মেয়েলি কেস জড়িত ছিল। সেখান থেকে খালাস নাকি পেয়েছে। এই কেস থেকে যেন কোনো খালাস না পায়। এর সর্বোচ্চ শাস্তি যেন হয়।’

তিনি বলেন, ‘যারা আমার মেয়েকে জঘন্যভাবে নির্যাতন করেছে, তাদের শাস্তি দিয়ে দিক। আমার কথা তাদেরকে একেবারে ফাঁসি দিয়ে দিক। যাতে আর কোনো মা বোনের দিকে এমন চোখ তুলতে না পারে।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর