Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে রমজানে দ্রব্যমূল্য স্থির রাখতে ব্যবসায়ীদের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৪:২৩

নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান মিন্টু’র সভাপতিত্বে চেম্বার ভবন এর হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা

নরসিংদী: পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে স্টেক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান মিন্টুর সভাপতিত্বে চেম্বার ভবন এর হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ীরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডাল এসবের দাম কি কারণে বাড়ছে, কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখা যায় সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এ সময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, পরিচালক নাজমুল ভূইয়া, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগানসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীসহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

দ্রব্যমূল্য নরসিংদী ব্যবসায়ী রমজান সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর