Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৪:৩৫

মরদেহ। প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে রেললাইন থেকে বিএনপি নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সৎ ভাই মোবাশ্বের হোসেন (৩০)।

শুক্রবার (৭ মার্চ) রাতে মহানগরীর উপকণ্ঠ মতিহার থানার হুজরাপুকুর এলাকায় মরদেহটি পাওয়া যায়।

মোবাশ্বের হোসেন মহানগরীর বোয়ালিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মোশাররফ হোসেন।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মোবাশ্বেরের মরদেহ রেললাইনে পড়ে ছিল। গলা থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমপি

বিএনপি নেতা মরদেহ

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর