কলাবাগানে গ্রেফতার ১৪ সমন্বয়কের ৭ জনই অল্পবয়সী
৮ মার্চ ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৭:৩৬
ঢাকা: রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটের অভিযোগে করা মামলায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। গ্রেফতার ১৪ জনের মধ্যে সাতজনই অল্পবয়সী বা শিশু।
শনিবার (৮ মার্চ) আসামিদের আদালতে হাজির করে পৃথক দুই আবেদনে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
পুলিশের ভাষ্যমতে, গতকাল দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনষ্ট্রাকশন লিমিডেট নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ৩ লাখ টাকা, চারটি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয়। আটকদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পিয়ন বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ জনের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের নীচে। কারও ১৫ বছর আবার কারও ১৬ বছর দেখানো হয়েছে। বাকীদের বয়স ১৮ বছরের ওপরে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গতকাল ৭ মার্চ পান্থপথের ত্রিধারা টাওয়ারের ৩য় তলায় কাবিকের কনস্ট্রাকশনে এজাহারনামীয় সকল আসামিরাসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জন আসামি পরিকল্পিত ও দলবদ্ধভাবে শক্তির মহড়া ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক অফিস কক্ষে প্রবেশ করে ভাঙচুর ও লুটতরাজ শুরু করে।
তাদের পরিচয় জানতে চাইলে আসামিরা বলেন, ‘যে তোর মালিক শেখ কবিরকে অফিস চালাতে হলে চাঁদা দিতে হবে। এ সময় বাদী প্রতিবাদ করলে আসামিরা তৎক্ষনাৎ অফিসের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিসে থাকা চারটি ডেস্কটপ যার মূল্য দুই লাখ টাকা, অফিসের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ তিন লাখ টাকা লুট করে অন্যত্র পাঠিয়ে দেয়। বাদীর চিৎকারে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাদীকে উদ্ধার করে।
সারাবাংলা/ইউজে/এমপি