Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
চকের বাহারি ইফতার

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:২২ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২২

পুরান ঢাকার চকবাজার। নানাধরনের পাইকারি পণ্যের মার্কেট হিসেবে সারাবছরই সরগরম থাকে। তবে রোজা এলে পালটে যায় এই চিত্র। বাহারি ইফতারির পসরা সাজিয়ে বসে দোকানিরা। শত বছরের ঐতিহ্য ধরে রেখে চকবাজার অনেকের কাছে ইফতারের সমার্থক হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এবারের রমজানেও জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। আর ঢাকার ভোজনপ্রিয় মানুষও ছুটছে চকবাজারের দিকে। চকবাজার ঘুরে বাহারি রকমের ইফতারের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ইফতার বাজার চকবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর