Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ‘একটি বাক্স’ দেওয়ার ব্যাপারে একমত জমিয়ত ও ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৭:৩৫

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ইসলামী পন্থীদের একটি বাক্স’ দেওয়ার ব্যাপারে একম হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (০৭ মার্চ) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শনিবার (০৮ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলনের প্রচার শাখা।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, আলোচনায় উভয় দল ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এবং দেশপ্রেমিক গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। এ বিষয়ে কৌশল নির্ধারণে অপরাপর সমমনা ইসলামী সংগঠনগুলোর সঙ্গে কার্যকর আলোচনা চালানোর জন্য উভয় দল আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবে।’’

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা ফজলুল করিম কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

‘ইসলামী পন্থীদের একটি বাক্স’ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম