Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:২৯

তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

বগুড়া: জেলা সদরের বারপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ‍পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জহুরুল ইসলাম(৪৪), মো. আরিফ(৩০) ও মো. রাজিব খান(৩৪)। তাদের সকলের বাড়ি বগুড়া সদরের পুরান বগুড়া এলাকায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, বারপুর ফ্লাইওভারের নিচে কয়েক জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ঐ এলাকায় টহলরত পুলিশ সেখানে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট ধারাল অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম পাওয়া যায়।

সারাবাংলা/এইচআই

অস্ত্রসহ গ্রেফতার ডাকাতির প্রস্তুতি বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর