Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ’র নির্বাচন ২৮ মে, তফসিল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:০০ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২২

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি

ঢাকা: দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতনিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচলনা পর্ষদের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। ৩৫টি পরিচালক পদে এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ মার্চ) বিজিএমইএ’র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিজিএমইএ’র নির্বাচন বোর্ডের সচিব
মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নির্বাচনি তফসিলে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ রাখা হয়েছে ২৯ মার্চ ২০২৫। ভোটার নমিনেশন দাখিলের সর্বশেষ তারিখ ৬ এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে।

বিজিএমইএ’র সদস্যরা নির্বাচন ২০২৫-২০২৭ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নির্বাচনি বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রফতানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রসঙ্গত, বিজিএমইএতে নির্বাচন কেন্দ্রিক দুটি প্যানেল- ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’। এই দুই প্যানেল থেকেই নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে। গত বছরের মার্চে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের (২০২৪-২৬) নির্বাচনে সব কটি পদে জয় লাভ করে সম্মিলিত পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এস এম মান্নান কচি। আর ফোরামের নেতৃত্বে ছিলেন ফয়সাল সামাদ।

ওই নির্বাচনের শুরু থেকেই ভোটার তালিকা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন ফোরামের সাবেক প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি ৪০০ ভোটার নিয়ে আপত্তি জানান। ফোরামের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, মৃত ব্যক্তিও ভোটার তালিকায় রয়ে গেছে। তবে বিভিন্ন জায়াগায় ফোরাম আপত্তি জানিয়ে এলেও তখন তা আমলে নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিজিএমইএ’র সভাপতি এস এম মান্নান কচি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে বিজিএমএইএতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রশাসক ১০ জনের একটি সহায়ক কমিটি গঠন করে। আগের ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়। এরপরেই ৬৯০ জন ভুয়া ভোটারের তথ্য পাওয়া যায়। যা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ফোরামের সাবেক প্যানেল লিডার ফয়সাল সামাদ।

এদিকে ফোরাম ও সম্মিলিত পরিষদ তফসিল ঘোষণার আগেই তাদের দলনেতা ঘোষণা করে। নির্বাচন কেন্দ্রিক এই দুই প্যানেলই বিজিএমইএ নির্বাচন নিয়ে নানা তৎপরতা শুরু করেছে। পবিত্র মাহে রমজানে ৮ মার্চ ফোরামের ইফতার ও ৯ মার্চ সম্মিলিত পরিষদের ইফতার মাহফিল রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

তফসিল ঘোষণা বিজিএমই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর