Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী দিবসের আলোচনায় বক্তারা
‘ধর্ষণ প্রতিরোধে রাষ্ট্রকে আরও উদ্যোগী ও সক্রিয় হতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:৩২ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভায় দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বক্তারা বলেছেন, নারীর প্রতি সহিংসতার দায় রাষ্ট্র কিংবা সরকারের একার নয়, এ দায় সবার। সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ মার্চ) দুপুরে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র। নগরীর নাসিরাবাদে কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সভায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতামুলক ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, ‘নারীরা ঘর থেকে বের হতে পারছে, কিন্তু তাদের এখনও পদে পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। কর্মক্ষেত্রে মজুরির বৈষম্য এখনও বিদ্যমান আছে। এরপর আমরা সাম্প্রতিক সময়ে দেখছি, দেশে ধর্ষণের ঘটনা ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। কোমলমতি শিশুরাও আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রকে আরও উদ্যোগী, আরও সক্রিয় হতে হবে। নারীদের ঘর থেকে বের হওয়া যেন কোনোভাবেই থেমে না যায়, সেটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘তবে শুধু রাষ্ট্র কিংবা সরকারের ওপর দায় চাপিয়ে বসে থাকলে হবে না। যেখানেই নারীর প্রতি সহিংসতা হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। নারীর প্রতি সহিংসতার দায় কেবল রাষ্ট্র বা সরাকারের নয়, এ দায় সমাজের সবার। এজন্য ব্যাক্তিপর্যায় থেকে শুরু করে কমিউনিটি পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বেসরকারি, কর্পোরেট, সামাজিক-সাংস্কৃতিক সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। নাগরিক হিসেবে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

সভায় বক্তারা সংবিধান অনুযায়ী নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বৈষম্যমুলক সকল প্রচলিত আইন বাতিলের দাবি জানান।

বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে ও বিপ্লব দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমা’র নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু, আলোর বার্তা যুব সংগঠনের সভাপতি শান্তা ইসলাম, সম্পাদক রিমু দে, ‘বদলে যাও বদলে দাও’ যুব সংগঠনের সভাপতি মুক্তা বিশ্বাস, বিএনপিএস’র উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম, কর্মসূচি সংগঠক তানজিনা নূর ও তপন কান্তি দে এবং কমিউনিটি ফোরাম নেত্রী শ্যামলী শীল বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/আরএস

আন্তর্জাতিক নারী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর