Thursday 20 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারী নেতৃত্বের জন্য সংরক্ষিত আসন আর কোনো ভূমিকা রাখবে না’

ঢাবি করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৯:১৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:০৭

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: নারী নেতৃত্ব তৈরির জন্য সংরক্ষিত আসন আর কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, যোগ্যতার ভিত্তিতে নারীরা নির্বাচিত হবে।

শনিবার (৮ মার্চ) জন-পরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, ‘নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তা জড়িত। গত ৫৩ বছরে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কোনো কাজ করা হয়নি। একটি আধুনিক রাষ্ট্রে নাগরিকের যে মর্যাদা নিশ্চিত করার কথা তা কখনো হয়নি। অভ্যুত্থানের ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হয়নি।’

তিনি বলেছেন, ‘আমাদের অসংযত হতে বাধ্য করবেন না। আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হোক। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে এটি করা যাবে না। অভ্যুত্থানের নারীদের ভূমিকা অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সর্বপোরি সমাজে ও রাষ্ট্রের নারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নারী কমিশনের প্রস্তাবনাগুলো শিগগিরই প্রস্তুত করতে হবে, নারীর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও প্রস্তাবনাও দেখাতে হবে।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

জাতীয় নাগরিক পার্টি টপ নিউজ সামান্তা শারমিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর