Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন: শিমুল বিশ্বাস

স্পেশাল করেসপডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:০৬

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জন্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল আয়োজিত শোকসভা

চট্টগ্রাম ব্যুরো: শোষণ-বঞ্চনা ও দুঃখ-দারিদ্র্যমুক্ত আধুনিক বাংলাদেশ গঠনের জন্য তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সদ্যপ্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জন্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল আয়োজিত শোকসভায় তিনি একথা বলেন।

শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘আবদুল্লাহ আল নোমান শুধু চট্টগ্রামের নেতা ছিলেন না, শুধু এই বীর চট্টগ্রামের বীর সন্তান ছিলেন না, তিনি সারা বাংলাদেশের শোষিত-বঞ্চিত মানুষের মধ্যে মিশে আছেন। শোষণ-বঞ্চনামুক্ত একটি রাষ্ট্র, সবার সমান অধিকারের একটি রাষ্ট্র গঠনের জন্য নোমান তার যৌবনে যে বিপ্লবী আদর্শে দীক্ষিত হয়েছিলেন, মানুষের জন্য সংগ্রামের যে রাজনীতি তিনি শুরু করেছিলেন, সেই রাজনীতির একজন সহযোদ্ধা আমিও ছিলাম।’

তিনি বলেন, ‘আমৃত্যু নোমান ভাই সেই সংগ্রামের রাজনীতিকেই আঁকড়ে ধরে ছিলেন। জীবনে কী পেলেন আর কী পেলেন না, রাজনীতিতে কী পেলেন আর কী পেলেন না- সেই ব্যক্তিগত প্রাপ্তির চিন্তাভাবনাকে তিনি তুচ্ছজ্ঞান করে দূরে সরিয়ে রেখেছেন আজীবন। এ দেশের কৃষক, শ্রমিক, কুলি, মুটে, মজুর, জেলে, কামার, কুমার, মেহনতি মানুষ, সর্বহারা- সবার মুখে হাসি ফোটানোর রাজনীতিই তিনি করে গেছেন। দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন, সেই দেশপ্রেম নিয়েই আমৃত্যু ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এই চট্টগ্রামের সকল উন্নয়ন, তৃতীয় কর্ণফুলী সেতু, শিক্ষাবোর্ড, ভেটেরিনারি ইউনিভার্সিটি, দ্বিতীয় রাজধানী- সবক্ষেত্রেই সব উন্নয়নের নেপথ্য কারিগর ছিলেন আবদুল্লাহ আল নোমান। তাই এই চট্টগ্রাম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের ঘাঁটি। এই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন। বেগম খালেদা জিয়া উন্নত চট্টগ্রামের সূচনা করেছিলেন। আর তারেক রহমান আধুনিক বাংলাদেশ গঠনের ডাক দেবেন এই চট্টগ্রাম থেকেই।’

বিজ্ঞাপন

বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘একটি শোষণ-বঞ্চনামুক্ত, দুঃখ-দারিদ্র্যমুক্ত আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের সবাইকে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। আমি দেশবাসীকে তারেক রহমানের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এগিয়ে যাবার আহ্বান জানাচ্ছি।’

সভায় আবদুল্লাহ আল নোমানের সন্তান সাঈদ আল নোমান বলেন, ‘আজ এখানে হাজার হাজার শ্রমিক ভাইয়েরা আবদুল্লাহ আল নোমানের জন্য শোক জানাতে এসেছেন। আপনাদের মাঝে আমি আমার পিতাকে দেখতে পাচ্ছি। এ দেশের আপামর শ্রমিকের ঘামের গন্ধে আমার বাবার গন্ধ লেগে আছে। আবদুল্লাহ আল নোমান আপনাদের নেতা, আপনাদের একজন ছিলেন। ছোটবেলা থেকে গলা জড়িয়ে ধরে বাবা ডাকার জন্য আমি কখনো উনাকে পাইনি। তিনি সবসময় আপনাদের মাঝে ছিলেন, আপনাদের মাঝেই থাকবেন। বাবার মতো করে আমিও আপনাদের সঙ্গে মিশে থাকতে চাই। আর আমরা সকলে আগামীর বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব।’

শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, প্রবীণ নেতা জাহাঙ্গীর আলম, একরামুল করিম বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এইচআই

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান শোকসভা শ্রমিকদল

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর