Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপরিবারে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২১:২৫ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২১:৩০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। শনিবার (৮ মার্চ) ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

সিইসি তার স্ত্রী এবং কন্যার চিকিৎসার জন্য আগামী ১১ থেকে ১৯ এপ্রিল ৯ দিনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে ভ্রমণ করবেন। সব ব্যয় তিনি নিজেই বহন করবেন। তার স্ত্রী শাহীন ফেরদৌসী, কন্যা তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনি জুহাইনা রিজওয়ান ও আরশান রিজওয়ান ভ্রমণে থাকবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে পৃথক আরও দুটি অফিস আদেশ থেকে জানা গেছে, আগামী ২ থেকে ১৬ মে বা কাছাকাছি যেকোনো সময় ১৫ দিনের জন্য সস্ত্রীক আমেরিকার যাবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আর ১০ মার্চ থেকে ২৫ মার্চ বা কাছাকাছি যেকোনো সময়ে স্বামীসহ ১৬ দিনের জন্য কাম্বোডিয়া সফরে যাবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।

সারাবাংলা/এনএল/এইচআই

এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর