Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে নানা আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন


৮ মার্চ ২০২৫ ২১:২৯ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:৫৯

‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন

ঢাকা: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে নিয়েই সারাদেশে উদযাপিত হচ্ছে ‘আন্তর্জাতিক নারী দিবস’। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সারাবাংলার করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ …

টাঙ্গাইল: ‘আন্তর্জাতিক নারী দিবস ‘ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থা, টাঙ্গাইলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মহিলাবিষয়ক অধিদফতর টাঙ্গাইলের মো. উপপরিচালক জাকির হোসেন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

নোয়াখালী: জেলায় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।

এনআরডিএস এর প্রধান নির্বাহী আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন, জেলা সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ‍ও নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক রৌশন আক্তার লাকি প্রমুখ।

বিজ্ঞাপন

ময়মনসিংহ: জেলায় ‍দিবসটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘অন্যচিত্র ফাউন্ডেশনে’র উদ্যোগে নগরীর জয়নুল আবেদীন পার্ক থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নারীরা অংশ নেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, পরিবেশকর্মী কথা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মিলি আক্তার ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বান্দরবান: দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদফতর।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, জেলা মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সুপন চাকমা, নারী নেত্রী ডনাই প্রু নেলীসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।

সুনামগঞ্জ: জেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে বিভিন্ন এনজিও সংস্থার ব্যানারে নারীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

আলোচনা সভায় জেলা মহিলা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পটুয়াখালী: জেলায় ‘আর্ন্তজাতিক নারী দিবসে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদফতর ও জাতীয় মহিলা সংস্থা যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম । আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. কামাল হোসেন, ব্লাস্টের জেলা সমন্বকারী অ্যাড. আবু বকর সিদ্দিক, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো. নেফাজ উদ্দিন, জেলা মহিলা দলের নেত্রী জেসমিন জাফর প্রমুখ।

খুলনা: উদ্বোধন অনুষ্ঠান, শোভাযাত্রা, নারী উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক দফতরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নারীনেত্রী অ্যাডভাকেট শামীমা সুলতানা শিলু প্রমুখ

এর আগে প্রধান অতিথি খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন। দিনব্যাপী মেলায় ১৫টি স্টলে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি ও প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর