১৫০ উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম, সপ্তাহে ৫ দিন পুষ্টিকর খাবার পাবে শিক্ষার্থীরা
৮ মার্চ ২০২৫ ২১:৫১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২৩:৩১
ঢাকা: দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম চালুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (৮ মার্চ) কক্সবাজার পিটিআইতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হলো-শিশুরা লম্বা সময় স্কুলে থাকবে, তারা দুপুরে কিছু খাবে, তার ক্ষুধা দূর হবে। আমাদের অন্যান্য অনেক মাত্রা রয়ে গেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো আমাদের শিশুরা অপুষ্টিতে ভোগে। এ প্রজেক্টে হেল্থ এর কম্পোনেন্ট রয়ে গেছে। শিশুরা অপুষ্টিতে ভোগে সেটার কিছুটা রেমিডি হলো আমাদের স্কুল ফিডিং প্রোগ্রাম।
তিনি বলেন, স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম, বান ও কলা লাগবে। এগুলো কিন্তু আমাদের প্রাক্টিক্যালি নীড। আর্থিক কারণে অনেকে তার নীড পূরণ করতে পারে না। কিন্তু নীড যদি অধিক হয়, তাহলে এগুলো প্রোডাকশন হবে। ইকোনোমিকে বুস্টআপ করার জন্য কিন্তু প্রজেক্টগুলি কাজে লাগবে। আমাদের মত উন্নয়নশীল দেশে এ ধরনের স্কুল ফিডিং, সেটা উন্নত দেশে যেমন ডাইমেনশন, আমাদের দেশের ডাইমেনশন বহুমাত্রিক ।
প্রকল্পের আওতায় কক্সবাজারের ৫৬৯ এবং বান্দরবানের ৪৩৬টি মোট ১,০৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১১ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর বিস্কুট, কলা, বান, ডিম, দুধ পাবে। কক্সবাজার এবং ভাষানচরে অবস্থানরত মায়ানমারের শিশুরাও সুবিধা পাবে। ১,০৯৫ টি সরকারি প্রাথমিক স্কুলের ৬,০৯৯ জন শিক্ষক দক্ষতা বৃদ্ধির ট্রেনিং পাবে। প্রকল্পের মেয়াদ জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৫০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের টাকা ২৮৭ কোটি এবং প্রকল্প সাহায্য ৬৬৩ কোটি টাকা।
উপদেষ্টা আরো বলেন, ‘প্রি-প্রাইমারি এন্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এন্ড বান্দরবান ডিস্ট্রিকস এন্ড ভাসানচর অব নোয়াখালী’ প্রজেক্ট যেটি চালু হচ্ছে, সেটিতে স্কুল ফিডিংসহ অন্যান্য কম্পোনেন্ট রয়ে গেছে। সবকিছু মিলে যদি আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষাটা বাড়ে, তাহলে সেটি জাতীয় আপলিফটে সাহায্য করবে। কারণ তারা তলার বাসিন্দা। তাদের উন্নত করতে পারলে সকলের উন্নয়ন হবে। প্রাইমারি এডুকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি। দেশের যে পরিবর্তন হলো-জুলাই গণঅভ্যুত্থান হলো। সেটার মূল কথাটা ছিল বৈষম্য দূরীকরণ।’
সারাবাংলা/জেআর/আরএস