নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বন্ধ, সম-অধিকার ও সমমর্যাদার দাবি
৮ মার্চ ২০২৫ ২১:৫২
ঢাকা: সমাজে এখনো নারী পুরুষের সম-অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়নি। কর্মস্থলে ডে কেয়ার সেন্টার, নিরাপদ কর্মপরিবেশ না থাকায় অনেক নারী কাজ ছাড়তে বাধ্য হচ্ছেন- নারী দিবসে এসব কথা বলছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন একটি নতুন দেশ আমরা আশা করেছিলাম যেখানে নারীরা তার অধিকার পাবে। অভ্যুত্থানে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সেখানে কোনো বিভাজন হয়নি এবং পোশাকের প্রশ্ন ওঠেনি। অথচ এখন নানা অজুহাতে নারীকে ঘরে বন্দি করার আয়োজন চলছে।’
তিনি আরও বলেন, ‘৮ মার্চ নারীমুক্তির আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু আমরা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রীদের বহিষ্কার করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মবের শিকার হলেন। এই অন্যায় অনেক নারীর সঙ্গেই ঘটছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর যদি এই অবস্থা হয় তাহলে সারাদেশে নারীদের অবস্থা আমরা বুঝতেই পারছি।’
সীমা দত্ত বলেন, ‘নিরাপত্তার অভাবে বাবা-মায়েরা তার কন্যার লেখাপড়া বন্ধ করে বিয়ে দিচ্ছেন। ফলে মানুষ হিসেবে নারীর বিকাশের পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সব প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে যেসব নারী কাজে নিযুক্ত আছেন তারা সম-মজুরি পাচ্ছেন না। কর্মস্থলে ডে কেয়ার সেন্টার, নিরাপদ কর্মপরিবেশ না থাকায় অনেক নারী কাজ ছাড়তে বাধ্য হন।’
সমাবেশে সংগঠনের অর্থ সম্পাদক তৌফিকা লিজার পরিচালনায় আরও বক্তব্য দেন- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি।
সারাবাংলা/এনএল/এইচআই