Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ১৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২২:০০ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২৩:৩১

একসঙ্গে জন্ম হওয়া গুরুদাস-কাকলি দম্পতির তিন ছেলে। ছবি: সারাবাংলা

খুলনা: বিয়ের ১৯ বছর পর একসঙ্গে তিন সন্তানের বাবা-মা হলেন খুলনার পাইকগাছার গুরুদাস (৪৫) ও কাকলি (৩৭) দম্পতি। শুক্রবার (৭ মার্চ) রাতে তিন সন্তানের জন্ম হয়।

উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকারের ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলি রানী সরকারের সঙ্গে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন কেটে গেছে ১৯ বছর। এরমধ্যে তাদের কোন ছেলে-মেয়ে হয়নি।

বিজ্ঞাপন

বাড়ির প্রদীপ জ্বালতে সন্তানের মুখ দেখতে এতদিন যাবৎ বহু সাধনা করেছেন ওই দম্পতি। বাংলাদেশ ও ভারতের চিকিৎসা নিয়েছেন। অবশেষে ২০২৪ সালে স্ত্রীর গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটিতে খুশির বন্যা বয়ে আনে। এরপর অপেক্ষা করতে থাকেন সন্তানের মুখ দেখতে।

অবশেষে অপেক্ষার প্রহর কেটে শুক্রবার রাত ১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম হয় গুরুদাস সরকার ও কাকলি সরকার দম্পতির। মা ও সন্তানেরা সুস্থ আছেন।

শিশুদের বাবা গুরুদাশ সরকার মুঠোফোনে জানান, মা ও শিশুরা এখনও হাসপতালে রয়েছে। রোববার তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তিন সন্তান জন্ম হওয়া তিনি খুশি।

বিয়ের ১৯ বছর পর সন্তান হওয়ায় আত্নীয় স্বজনদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের বন্যা।

সারাবাংলা/এসআর

৩ জমজ সন্তানের জন্ম খুলনা তিন সন্তানের জন্ম