Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২২:০০

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত সমাবেশ

ঢাকা: নারীর প্রতি সহিংসতা রোধ, সম-অধিকার, সমমর্যাদা ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে অংশ নেওয়া নারী নেত্রীরা বলেন, ‘সমাজের সব ক্ষেত্রে নারীর ভূমিকা পালন, অধিকার প্রতিষ্ঠা এবং বহুযুগের লাঞ্ছনার অবসান ঘটিয়ে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়। কিন্তু নারী দিবস প্রতিষ্ঠার ১১৫ বছর পরও আমাদের দেশের নারীরা আইনগতভাবে, পারিবারিকভাবে, কর্মক্ষেত্রসহ সবক্ষেত্রে চূড়ান্ত বৈষম্যের শিকার। বর্তমানে যুক্ত হয়েছে নারী-বিদ্বেষী কর্মকাণ্ড। নারীর পোশাক, চলাফেরা, খেলাধুলা সবকিছুতে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে।’

বিজ্ঞাপন

সমাবেশে নারী নেত্রীরা আরও বলেন, ‘নারী নির্যাতন এক ভয়াবহ রূপ নিয়েছে। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সী নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। নিজের ঘর বা বাইরে কোথাও সে নিরাপদ না।’

তারা আরও বলেন, ‘কর্মক্ষেত্রে যে নারীরা আছেন, তাদের সমমর্যাদা ও সমমজুরি আজও নিশ্চিত করা যায়নি। নিশ্চিত হয়নি তার মাতৃত্বকালীন অধিকার। নারী প্রধান কাজের ক্ষেত্রে মজুরি কম থাকে। স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। কর্মক্ষেত্রে নির্যাতন-নিপীড়ন খুবই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এলাকাভিত্তিক বা কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার না থাকার কারণে অনেক নারীরা কর্মক্ষেত্র থেকে ঝরে যাচ্ছে বা আসছে না। পুঁজিবাদী দেশে নারীরা দ্বৈত শোষণের শিকার হয়। একদিকে পুঁজিবাদী অর্থব্যবস্থার শোষণ, অন্যদিকে পুরুষতান্ত্রিক ব্যবস্থার শিকার। প্রকৃত নারী মুক্তি সম্ভব সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে। তাই নারীদের মুক্তি আন্দোলন সমাজ পরিবর্তনের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে। শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই নারীর উপর সব ধরনের শোষণকে বন্ধ করা সম্ভব।’

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, ঢাকা নগরের সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা, সাংগঠনিক সম্পাদক শরীফা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ।

সারাবাংলা/এনএল/এইচআই

আন্তর্জাতিক নারী দিবস সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর