Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গলা কেটে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২২:২২ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২৩:৩০

অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেনের মরদেহ

বরিশাল: ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যেকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সোহরাব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মৃধা বিনয়কাঠি ইউনিয়নের মৃত শফিক উদ্দিন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। স্ত্রী ও সন্তানরা থাকতেন জেলা শহরের বাসায়। বিকেলে দেলোয়ারের ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতার খাবার নিয়ে গ্রামের বাড়িতে গেলে তাদের বসতঘরে রক্তাক্ত বৃদ্ধ বাবাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নিহত দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি থেকে অবসর নিয়েছে। তিনি বাড়িতেই থাকতেন। দুদিন আগে তিনি পেনশনের টাকা তুলেছিলেন। এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে ৫ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। দুইদিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা নিতেই সোহরাব দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের।

ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাঁচ হাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আটক ঝালকাঠি বরিশাল সারাবাংলা সেনা সদস্যকে গলা কেটে হত্যা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর