‘বিএনপিতে কোনো দখলবাজ-চাঁদাবাজের ঠাঁই নাই’
৮ মার্চ ২০২৫ ২২:২৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২৩:৩০
খুলনা: বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপিতে কোনো দখলবাজ ও চাঁদাবাজের ঠাঁই নাই। যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
শনিবার (৮ মার্চ) বিকেলে খুলনার রূপসা উপজেলা বিএনপি আয়োজিত রূপসা ডিগ্রি কলেজ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি সর্বদা দেশ ও জনগণের কল্যানে কাজ করে। শান্তি এবং সমৃদ্ধির দল হিসাবে বিএনপি সারা বিশ্বে পরিচিত। এ কারণে বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল, এ দেশের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করত।‘
তিনি আরও বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ দেশের উন্নয়ন সংগঠিত করতে হলে বিএনপিকে একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ পবিত্র রমজান মাসে বিএনপির সকল নেতাকর্মীকে জনহিতকর কর্মকাণ্ডে কাজ করার জন্য আহ্বান জানান।
সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে ও নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টুর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আ. রশিদ শেখ, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলা দল সভাপতি অ্যাড. তসলিমা খাতুন ছন্দা, জেলা শ্রমিক দলের আহ্বায়ক উজ্জল সাহা, জেলা যুবদলের সদস্য সচিব নাহিউজ্জামান জনী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ. মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
সারাবাংলা/এইচআই