Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আসিফের পরিবাকে তারেক রহমানের পক্ষ থেকে উপহার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২২:৩০ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদল

সাতক্ষীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র আসিফ হাসানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতারা।

শনিবার (৮ মার্চ) দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রী তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর রহমান, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, নাফিজ আহমেদ ও রাশেদ হোসেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরাফাত হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন, সাতক্ষীরা ডে নাইট স্কুল অ্যান্ড কলেজের তামীম রশিদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের রাকিবুল ইসলাম প্রমুখ।

নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যরা বিএনপি ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

সারাবাংলা/এইচআই

তারেক রহমান বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদ আসিফ