Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২২:৫৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ০২:৫২

প্রতীকী ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু তানজিদ হাসান শান্ত (১৭)।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। শান্ত সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত শান্ত জানান, তাদের দুজনের বাসা ডেমরা বামন ভুইয়া মসজিদ এলাকায়। দুজনই নারায়ণগঞ্জ আদমজি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। রাতে ঘুরতে বের হয়েছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আরাফাত। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার রাস্তায় একটি বাস তাদেরকে সাইট দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে হেলমেট না থাকার কারণে আরাফাতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শান্তকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এইচআই

কলেজ শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর