Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাফলংয়ে ট্রাস্কফোর্সের অভিযান, ২৫ শ্যালো মেশিন ধ্বংস

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২৩:০৭

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে ট্রাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় ২০-২৫ টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।

শনিবার (৮ মার্চ) দুপুর থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে জাফলংয়ের জুমপাড়, পশ্চিম লাখেরপাড় ও কান্দুবস্তি এলাকায় এ অভিযান চলে।

অভিযানেকালে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদফতর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদা, সংগ্রাম বিওপির নায়েক সুবেদার শহিদুল আলমসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের ইসিএভুক্ত জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে বাঁধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার যন্ত্র ধ্বংস করা হয়েছে। গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে একদিনের মধ্যে পেলোডার, এস্কেভেটরসহ সকল ধরনের মেশিনারিজ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচআই

জাফলং ট্রাস্কফোর্সের অভিযান শ্যালো মেশিন ধ্বংস সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর