Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে শিশুর লাশ উদ্ধার, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ০০:০১

প্রতীকী ছবি

খাগড়াছড়ি: জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়া থেকে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (৮ মার্চ) লাশটি উদ্ধার করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুটি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকার থৈঅংগ্য মারমার ছেলে থৈঅং প্রু মারমা (১২)। শিশুটি পরিকল্পিত হত্যার শিকার কিনা সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, থৈঅংপ্রু মারমা অপর্ণা চৌধুরী পাড়ার জনৈক অংসা মারমার বাসায় কাজ করতেন। অংসা মারমার স্ত্রী মাসিনু মারমা বাজার থেকে বাসায় গিয়ে গেট খোলার জন্য ডাকলে কেউ সাড়া দেয় না। পরে পাশের দোকানদার মঞ্জু দেয়ালের ওপর দিয়ে বাসার ভিতর ঢুকে দেয়ে শিশুটি বালির ওপর মৃত অবস্থায় পড়ে আছে। তখন মাসিনু মারমা বিষয়টি ভিকটিমের বাবাকে জানান।

সংবাদ পেয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা সদর হাসপাতাল পাঠায়। মৃতের গায়ে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে লালা বের হচ্ছিল বলে জানিয়েছেন ওসি বাতেন।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অংসা মারমা ও তার পরিবারের সবাই গোয়েন্দা নজরদারিতে আছেন।’

 

সারাবাংলা/পিটিএম

লাশ উদ্ধার শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর