তিতুমীরস্থ নীলফামারী ছাত্রকল্যাণের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯ মার্চ ২০২৫ ০১:৩৫ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ০১:৩৭
‘উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী’ এই স্লোগানকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) গণিত বিভাগে এই মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এস. এম. মামুন অর রশিদ মামুন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. ওবায়দুর রহমান (সহকারী অ্যাটর্নি জেনারেল)। এছাড়া, নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সোয়াইব খান ও সাধারণ সম্পাদক আল মুরাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে হামদ-নাত ও ইসলামিক সংগীত পরিবেশনার পাশাপাশি অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সমিতির সভাপতি সোয়াইব খান বলেন, “শুধু নীলফামারীর শিক্ষার্থীদের জন্যই নয়, পিছিয়ে পড়া সকল শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা সবার উন্নতি নিশ্চিত করতে পারবো।”
সাধারণ সম্পাদক আল মুরাদ বলেন, “তিতুমীর কলেজে নীলফামারীর শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং যেকোনো বিপদে তাদের পাশে থাকা আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”
প্রধান অতিথি এস. এম. মামুন অর রশিদ বলেন, “ঢাকায় নীলফামারীয়ানদের সুনাম রয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। এই সুনাম ধরে রাখতে আমি সবসময় পাশে থাকব। নীলফামারীকে বাংলাদেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তুলতে হবে।”
মুখ্য আলোচক রায়হানুল হক প্রধান বলেন, “উত্তরবঙ্গের মানুষ সবসময় অবহেলিত। তাদের অধিকার আদায়ে আমাদের শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার হতে হবে।”
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকব।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
সারাবাংলা/এসএইচএস