Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ০২:৩০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান চৌধুরী রকি। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: জেলার মাটিরাংগা উপজেলার তবলছড়ি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম রাকিবুল হাসান চৌধুরী রকি। তিনি তবলছড়ি গ্রীনহিল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং একই এলাকার আওয়ামী লীগের নেতা মুকবুল আহাম্মদ চৌধুরীর ছেলে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে গ্রেফতার কর হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর