Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ০৮:৫২ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১২:১৭

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম।

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে আসাদ উল্লাহ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।

শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বন্দরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসাদ উল্লাহ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং নিয়ামতি বন্দর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আসাদের স্বজনরা জানায়, শনিবার রাতে নিয়ামতি বন্দরে নিজেদের ফলের দোকানে বসে ছিলেন আসাদ। এ সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আসাদের ওপর হামলা করে। তারা এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত ও এক পায়ের রগ কেটে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যান।

স্থানীয়রা জানায়, গত দুর্গাপূজার সময় নিয়ামতি বন্দরে এসেছিলেন বরিশাল ৬ আসনের সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তাকে স্বাগত জানাতে গিয়ে শাহীন স্লোগান দিলে তাকে নিষেধ করেন আসাদ। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে আসাদকে চড় দেয়। পরে আসাদ লোকজন নিয়ে শাহীনের ভাইকে মারধর ও জখম করে। এ ঘটনার মামলায় আসাদ জেলেও যায়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকেও বহিষ্কার হয়ে দীর্ঘদিন এলাকায় আসতে পারেনি। বোনের বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে এলাকায় আসেন তিনি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। নিয়ামতি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

কুপিয়ে জখম ছাত্রদল বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর