Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ০৯:১১ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৫:১৭

আটক ভারতীয় নাগরিক।

পঞ্চগড়: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ে কাজ করতে এসে সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (৮ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

এর আগে শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরে কাজ করছিলেন। এর আগেও একই ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরে কাজ করেছেন তিনি। শনিবার বিকেলে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে সতীশকে আটক করে মাঝিপাড়া বিওপি সদস্যরা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক এই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমপি

অবৈধ অনুপ্রবেশ ভারতীত নাগরিক আটক