চ্যাম্পিয়নস ট্রফি
ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?
৯ মার্চ ২০২৫ ১২:১২
জমজমাট এক লড়াই শেষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ের ফাইনালে আজ দুপুর ৩টায় মাঠে নামবে দুই দল। ফাইনালের আগে দেখে নেওয়া যাক ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে কার কী অবস্থান।
ওয়ানডে ফরম্যাটে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৯ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারতই। তারা জিতেছে ৬১ ম্যাচে। নিউজিল্যান্ড জয় পেয়েছে ৫০ ম্যাচে। ৭ ম্যাচে কোনো ফলাফল আসেনি, একটি ম্যাচ হয়েছে টাই।
নিজেদের মাঠে ভারত জয় পেয়েছে ৩১ ম্যাচে। নিউজিল্যান্ড নিজেদের মাঠে জিতেছে ২৬ ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে ভারতের জয় ১৪ ম্যাচে, নিউজিল্যান্ডের ৮ ম্যাচে।
নিরপেক্ষ ভেন্যুতে দুই দল মুখোমুখি হয়েছে ৩২ বার। এখানে অবশ্য কেউই এগিয়ে নেই। দুই দলই জিতেছে ১৬টি করে ম্যাচ।
ভারতের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাস একেবারেই ভালো নয়। শেষ ৬ দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। সবশেষ দেখায় দুই দল মুখোমুখি হয়েছে এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বেই। সেই ম্যাচে ৪৪ রানের জয় পেয়েছিল ভারত।
সারাবাংলা/এফএম