Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে বিডিয়ার বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১১:৪১ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৪:৪১

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিয়ার বিদ্রোহ মামলার আসামি শেখ জোবায়ের হোসেন (৬৫) ঢাকা মেডিকেলে মারা গেছেন।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি সাতক্ষিরা জেলার আশসনি থানার দরগাইপির গ্রামে। তিনি বিডিয়ার বিদ্রোহ মামলার আসামি ছিলের। তার কয়েদি নম্বর ৬২৪২/এ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কারারক্ষীরা ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

বিডিয়ার বিদ্রোহ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর