Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৪:২০ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৫:১৬

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আশ্রয় দেওয়ার কথা বলে এক অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে ভুক্তভোগী ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। এর আগে। শনিবার (৮ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারীর বাড়ি চাঁদপুর জেলার
মতলব উপজেলায়। স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার চাঁদপুর থেকে লঞ্চে করে রাজধানীর সদর ঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় গেলে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিাকে দুই যুবকের সঙ্গে কথা হয়। তারা ওই গৃহবধূকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও দুই জন আগে থেকেই ছিল।

ওসি বলেন, তিন জন তাকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে দুই জনকে ধরে পুলিশে দেয়। বাকী দুই জন পালিয়ে যায়।

ওসি আরও মাজহারুল ইসলাম বলেন, থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২০। ওই গৃহবধূ জানিয়েছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। তার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

অন্তঃসত্ত্বা নারী গ্রেফতার ২ দলবদ্ধ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর